কমলনগরে আনসার সদস্যের উপর হামলা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৩/২০২২ , ৮:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ ইব্রাহিম, কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে আনসার সদস্যের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে ।২২ শে মার্চ দুপুরে আনসার সদস্য মোহাম্মদ জমির উদ্দিন (৪০) উপজেলা নির্বাহি কর্মকর্তার বাসভবনে দায়িত্ব পালন করছিলেন । এসময় মোঃ শাহিন, শাহ আলম রাজু, ইমন দাস( পলক) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংরক্ষিত এলাকায় থাকায় তাদেরকে বাধা প্রদান করে কর্তব্যরত আনসার সদস্য। এতে ক্ষিপ্ত হয় আসামিরা তাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত করে । পরে তার চিৎকারে পাশের অন্যান্য আনসার সদস্যরা তাকে রক্ষা করে। এই ঘটনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জানলে তিনি বিষয়টা থানাকে অবহিত করেন, পরে কমলনগর থানা আসামীকে দের কে তাদের জিম্মায় নেয়। ২৩ মার্চ ৩ জনের নাম উল্লেখ করে জমির উদ্দিন বাদী হয়ে কমল নগর থানায় একটি মামলা দায়ের করেন ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, আনসার সদস্য বাদী হয়ে থানায় একটি মামলা করেছে, তিনজন আসামি গ্রেপ্তার আছে , মামলা তদন্তাধীন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিন আক্তার বলেন, আনসার সদস্যেরদের সরকারি কাজে বাধা প্রদান করায় আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি । উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আনসার সদস্য বাদী হয়ে মামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।