কমলনগরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৩/২০২২ , ৮:১৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ ইব্রাহিম, কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবার্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বুধবার সকাল ১০টায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজ উল্যাহ মনাবাকশাল, মুক্তিযোদ্ধা বনশ্রীপাল, কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিনসহ জেলা উপজেলার ৫০জন বীর মুক্তিযোদ্ধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর প্রেসক্লাব একাংশের আহবায়ক এম এ মজিদ, ডাক্তার আকিল আল ইসলাম, বিকল্পধারা উপজেলা সেক্রেটারী ছিদ্দিক উল্যাহ, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষক ছাত্র ছাত্রীরা। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলাম।
এসময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।