আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:২৬
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ গাইবান্ধায় হেলমেট পরিধান নিশ্চিতকল্পে জেলা পুলিশের বিশেষ অভিযান অনুষ্ঠিত

গাইবান্ধায় হেলমেট পরিধান নিশ্চিতকল্পে জেলা পুলিশের বিশেষ অভিযান অনুষ্ঠিত


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৩/২০২২ , ৭:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


গাইবান্ধা জেলা প্রতিনিধি:  পুলিশের ভয়ে নয়, নিজে সুরক্ষা এবং নিরাপদে পরিবারের নিকট ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহী হেলমেট পরিধান করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মোটরসাইকেল চালক এবং আরোহীদের ১০০% হেলমেট পরিধান নিশ্চিতকল্পে গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিশেষ অভিযানে
উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তৌহিদুলইসলাম, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নুর আলম সিদ্দিক, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর দিবাকর অধিকারী এছাড়াও গাইবান্ধা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন , রংপুর রেঞ্জের ডি আই জি এর নির্দেশনায়  গাইবান্ধা জেলায় এই অভিযান পরিচালনা করছি, এই অভিযানের উদ্দেশ্য মোটর সাইকেল-আরোহী এবং চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করলে তারা বিভিন্ন দুর্ঘটনা ও মৃত্যু
হাত থেকে রক্ষা পাবে। এই অভিযান গাইবান্ধা জেলার বিভিন্ন পয়েন্টে প্রতি রবিবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত  অব্যাহত থাকবে।

 

Comments

comments