বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০৩/২০২২ , ৭:৩২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ জাকির হোসাইন, বকশীগঞ্জ,জামালপুর :
জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ২২ মার্চ সকালে ইসলামিক ফাউন্ডেশন বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে খতমে কুরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার জনাব মুনমুন জাহান লিজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম বিজয়,ইফা বকশীগঞ্জ উপজেলা শাখার সুপারভাইজার মাওলানা মোশাররফ হোসাইনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মউশিক শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য ১৯৭৫ সালের ২২শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।