আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৪৪
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ রংপুরের গঙ্গাচড়ায় পিতার গলায় ছুরি ঠেকিয়ে হত্যা চেষ্টা

রংপুরের গঙ্গাচড়ায় পিতার গলায় ছুরি ঠেকিয়ে হত্যা চেষ্টা


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০৩/২০২২ , ৭:২০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শরিফা বেগম শিউলী:
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মৌলভী বাজার এলাকায় পিতার গলায় ছুরি ঠেকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে
আরাজি নিয়ামত গ্রামে। সরেজমিন গিয়ে জানা যায়, পৈতৃক ভিটায় ঘর উঠানোকে কেন্দ্র করে পিতা পুত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় মোঃ আফজাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ছেলের হাতে লাঞ্ছিত ও আহত হয়েছেন। আহত বৃদ্ধকে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আহত আফজাল হোসেন (রমেক) এর ৪র্থ তলায় সার্জারী বিভাগের ১৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বৃদ্ধ আফজাল হোসেন পেশায় একজন কাঠ মিস্ত্রী। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বৃদ্ধের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার সকালে বৃদ্ধ আফজাল হোসেন এর ছেলে বুলু মিয়া( ৩৫) তার স্ত্রী সুরাইয়াসহ বাড়ির আঙিনায় ছুরি হাতে বসে থাকে এবং ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ সময় হুমকি দিয়ে বলতে থাকে যে, আজ ঘর নির্মাণ করতে আসলে লাশ ফেলে দিবো। একপর্যায়ে বুলু’র বাবা বৃদ্ধ আফজাল হোসেন এগিয়ে গেলে বাবার গলায় দরি দিয়ে পেচিয়ে ছুরি লাগিয়ে দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় পরিবারের অন্যান্যরা ছুটে এলে বুলু ঘটনাস্থল থেকে চলে যায়। পরে আহত অবস্থায় বৃদ্ধ আফজাল হোসেনকে উদ্ধার করে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবারও কিছুক্ষণ পর বুলু এসে গালিগালাজসহ হুমকিধামকি দিতে থাকে। পরে গঙ্গাচড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী আফজাল হোসেন এর নাতনী শারমিন আক্তার (পিংকি) (২০) স্বামী- জমির হোসেন, তিনি বলেন আমি বাবার বাড়িতে আজই বেড়াতে এসেছি। আমার নানাকে আমার মামা বুলু এর আগেও অনেক বার লাঞ্ছিত করেছে। এবারতো আমরা উপস্থিত না থাকলে মেরেই ফেলতো। এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে পুলিশের কাজে বাধাদান এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments