আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:২৫
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ মায়ের ওপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

মায়ের ওপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা!


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০৩/২০২২ , ৭:১২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


দেবব্রত মন্ডল, মনিরামপুর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে বন্যা সাহা (২১) নামে এক কলেজছাত্রী গলায় শাড়ি পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি মণিরামপুর বাজারের দোলখোলা মোড়ের ব্যবসায়ী গোপাল সাহার মেয়ে। বন্যা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

সোমবার (২১ মার্চ) বেলা ১০টার দিকে মায়ের ওপর অভিমান করে বন্যা আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

মণিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন, সোমবার সকালে মা রিংকু সাহার সাথে কথা কাটাকাটি হয় বন্যার। এরপর নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি জড়িয়ে গলায় ফাঁস দেন বন্যা। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া কলেজ ছাত্রীর লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

comments