আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার হাবিবুর রহমানকে জেদ্দায় ফুলের শুভেচ্ছা
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ২২/০৩/২০২২ , ৩:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ


জেদ্দা প্রতিনিধি : ওমরাহ পালন শেষে জেদ্দায় আগত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান স্বপ্নকে ফুলের শুভেচ্ছা জানাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেদ্দা।
গতকাল ২১শে মার্চ জেদ্দা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটা ও যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন যুবলীগ জেদ্দার ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হোসেন আহমেদ ও শিপন আহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইদ্রিস আলী সুমন, ফকর উদ্দিন, ইসমাইল হোসেন, আলাউদ্দিন, আছকির আলী, শাহীন, তুফানুর, আবু আলম, আব্দুস সালাম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ আমরা বাংলাদেশ পেয়েছি, বর্তমান যুবলীগ হলো একটি মানবিক যুবলীগ, করোনা কালীন সময়ে খাদ্যদ্রব্য, চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন ঔষধ পত্র মানুষের ঘরে আমরা পৌঁছে দিয়েছি, এই শীত কালীন সময়ে অসহায়দের মাঝে কম্বল বিতরণ একটি নিয়মিত ব্যাপার ছিল। আপনারা সবাই মানবিক যুবলীগের হয়ে কাজ করবেন এটাই আমি আশা করি।