ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ রাশিয়ায়
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ২২/০৩/২০২২ , ২:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


আন্তর্জাতিক ডেস্ক : ‘উগ্রবাদ’-এ মদত দেয়ার অভিযোগে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মস্কোর একটি আদালত। সোমবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরটি রাশিয়া।অনতিবিলম্বে রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। সংবাদ সংস্থা রয়টার্স দুই সপ্তাহ আগে এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে ফেসবুক ছাড় দিয়েছিল।কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতি বিরোধী। কিন্তু তারা তাদের নীতি ভেঙেছিল।
এ খবর ফাঁস হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল খবরটি সত্যি হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এল।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, রাশিয়ায় যেন ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ না হয় এবং মেটার বিরুদ্ধে যেন সন্ত্রাসী সংঘটন হিসেবে কোনো অভিযোগ না আনা হয় সে আবেদন করেছিল মেটা। কিন্তু তাদের আবেদন প্রত্যাখান করে দেওয়া হয়।
সংবাদ সংস্থা টাস নিউজ আরও জানিয়েছে, মেটা আইনি কার্যক্রম আরও গুছিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছিল। তাছাড়া রাষ্ট্রের অনুরোধে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে তারা। কিন্তু মেটাকে সে সুযোগ দেওয়া হয়নি।