নতুন রাস্তা পেলো লালোর ইউপির বারৈইহাটী উত্তরপাড়া গ্রামবাসী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০৩/২০২২ , ১২:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

নাটোর (সিংড়া) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বারৈইহাটী মেইন রাস্তা থেকে বারৈইহাটী উত্তরপাড়া হাজীপাড়া পর্যন্ত স্বাধীনতার পরে ১কিলোমিটার মাটি দ্বারা নির্মিত নতুন রাস্তা পেলো গ্রামবাসী।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো বারইহাটি উত্তরপাড়া রাস্তা। রাস্তাটির কাজ শেষ হলে ঐ গ্রামের ৫শ পরিবার উপকৃত হবে।
এলাকাবাসী জানান,বন্যার সময় বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হতো,ছাত্রছাত্রীদের খুবই ঝুঁকি নিয়েই স্কুলে যেতে হয়। মালামাল আনা নেয়া করা যেতো না। এই রাস্তাটি হওয়ায় আমরা খুবই খুশি।
লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রুবেল হোসেন জানান,মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহাদোয়ের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন রাস্তার কাজ হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।