ট্রাকচাপায় তৃতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২১/০৩/২০২২ , ৮:৫০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ই এম আসাদুজ্জামান আসাদ :
সোমবার সকালে সদর উপজেলার মীরহাটি গ্রামে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ফাতেমা আক্তার নামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের মীরহাটি এলাকায় সোমবার সকালে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় ফাতেমা আক্তার নামে এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়। ফাতেমা স্থানীয় বঙ্গবন্ধু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার আল-আমিন হোসেনের মেয়ে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছে।
এদিকে গতকাল ২০ মার্চ (রবিবার) সন্ধ্যায় বিরাসার-লালপুর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কায় বিল্লাল মিয়া (৬০) ও বিকেলে কুটি চৌমুহনী বাজারে প্রাইভেট কার চাপায় মো. আরিফ (৩০) নামে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন দুর্ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন। সড়ক পারাপারের সময় চলন্ত গাড়ির চাপায় ওই তিনজন মারা যান বলে জানিয়েছেন পুলিশের ওই দুই কর্মকর্তা।