আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:১৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ বকশীগঞ্জে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু

বকশীগঞ্জে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২১/০৩/২০২২ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ জাকির হোসাইন,বকশীগঞ্জ,জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন  করা হয়েছে।  ২০ মার্চ উপজেলার ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক এ পণ্য বিক্রয় শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুনমুন জাহান লিজা,সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম বিজয়, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান লাকপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুনমুন জাহান লিজা গতকাল শনিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের ২৩ হাজার ১৫টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
নির্ধারিত প্যাকেজ ৪৬০ টাকা মূল্যে ২ কেজি চিনি,২ কেজি মসুর ডাল,২ লিটার সয়াবিন তৈল প্রতিটি পরিবারকে দেওয়া হবে।

Comments

comments