শেরপুরে টিসিবি’র পন্য সামগ্রী বিক্রয় কর্মসূচির উদ্বোধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০৩/২০২২ , ১১:২১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর পৌর এলাকায় টিসিবি’র পন্য সামগ্রী বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।২০ মার্চ (রবিবার)সকালে নবীনগর আলহাজ্ব দুলাল সাহেবের মাঠে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এম পি।
প্যানেল মেয়র নজরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, বাংলাদেশ বানিজ্য মন্ত্রালয়ের উপ- সচিব ফিরোজ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এ,জেড, মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস,পৌর , অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল রহমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ ।