আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:৪০
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ চাঁপাইনাববগঞ্জে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন

চাঁপাইনাববগঞ্জে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০৩/২০২২ , ৯:৫১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


স্টাফ রিপোর্টার:

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯ টায় শহরের হরিমহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমানসহ অন্যরা।

জেলা প্রশাসক এএইচএম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ৩০ হাজার ৩২০ জনকে ভুর্ক্তিমূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হবে। এই পণ্য যারা ক্রয় করবে তারা বাজারে পণ্য ক্রয় করতে যাবেন না। এতে করে বাজারে এসব পণ্যের দাম কমবে মনে করেন তিনি। প্রথম দফা টিসিবির পণ্য বিতরণ করা হবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

Comments

comments