আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৫১
সর্বশেষ সংবাদ
অপরাধ, জেলা সংবাদ কোম্পানিগঞ্জ থেকে ৩৩৪ বোতল বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী আটক

কোম্পানিগঞ্জ থেকে ৩৩৪ বোতল বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী আটক


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০৩/২০২২ , ৭:৫০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ


রুবেল আহমদ, সিলেট জেলা প্রতিনিধি :
এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-৯  ইসলামপুর ক্যাম্প  এর একটি অভিযানিক দল গত  শুক্রবার ১৮ মার্চ ২০২২ইং তারিখে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব ইসলামপুর ইউপির পুরান বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩৪ বোতল বিদেশী মদ সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‍্যাব-৯ মিডিয়া অফিসার এসপি সোমেন মজুমদার  জানান,   র‍্যাবের গোয়েন্দা সুত্রে জানতে পারে মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিভিন্ন কৌশলে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দিতো এবং দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত । এই তথ্যের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বরমসিদ্দিকপুর গ্রামের আসাদুল হক সিফত এর ছেলে মোঃ সোহেল মিয়া কে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

Comments

comments