নবীনগরে ১০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার যুবক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০৩/২০২২ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ


শুভ চক্রবর্ত্তী ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় পুলিশ প্রশাসনের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ও পরিচালিত ক্রমাগত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের জালাল উদ্দিন ভূট্টু (৩৩) নামে এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
রবিবার (২০ মার্চ) নবীনগর থানার এস আই মোঃ নজরুল ইসলাম খন্দকার ও এ এস আই মশিউর রহমানের সঙ্গীয় ফোর্স নবীনগর থানার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে অভিযান চালিয়ে মদন মিয়ার ছেলে জালাল উদ্দিন ভূট্টুর বাড়িতে তল্লাশি করে আনুমানিক ৩০হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা উদ্ধার করে এবং জালাল উদ্দিন ভূট্টু (৩৩)কে গ্রেপ্তার করেন।
নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ জনান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করে, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হইয়াছে।