আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৫১
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত ইসরায়েলে

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত ইসরায়েলে


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১৮/০৩/২০২২ , ৪:২৫ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত দুজনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো কর্তৃপক্ষ কোনো উদ্বিগ্ন নয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আগত দুই যাত্রীর দেহে প্রাণঘাতী ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়। মূলত পিসিআর পরীক্ষাতে এটি শনাক্ত হয়েছে। নতুন এ ধরনটি ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট (বি.এ১ এবং বি.এ২) দিয়ে তৈরি।

শক্তিশালী ভ্যারিয়েন্টটি বিশ্বের কাছে এখনো অপরিচিত বলেও বিবৃতির মাধ্যমে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নতুন ধরনে সংক্রমিতরা জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো মৃদু উপসর্গে ভুগছিলেন এবং তাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই বলে দাবি মন্ত্রণালয়ের।

দেশটির মহামারি মোকাবিলা বিষয়ক প্রধান সালমান জারকা স্থানীয় আর্মি রেডিওকে বলেছেন, বর্তমান পর্যায়ে নতুন ধরনটি গুরুতর হতে পারে কি-না সে বিষয়ে আমরা মোটেও চিন্তিত নই।উল্লেখ্য, ৯২ লাখ জনসংখ্যা অধ্যুষিত ইসরায়েলে ৪০ লাখের অধিক মানুষ এরই মধ্যে করোনা প্রতিরোধী টিকার তিন ডোজ নিয়েছেন।

Comments

comments