আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:১৮
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-ইউরোপের শত শত প্লেন জব্দ করছে রাশিয়া

যুক্তরাষ্ট্র-ইউরোপের শত শত প্লেন জব্দ করছে রাশিয়া


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১৮/০৩/২০২২ , ৪:২১ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র ও ইউরোপের লিজিং কোম্পানিগুলোর শত শত প্লেন জব্দ করতে শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার পুতিনে এক আইনে স্বাক্ষর করেছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুতিনের এই পদক্ষেপ। এর মাধ্যমে রুশ এয়ারলাইন্স রাশিয়ায় বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে লিজ নেওয়া কয়েকশ বিমান নিবন্ধন করে নেওয়ার সুযোগ পেয়েছে।

রাশিয়ার এই আইনের মাধ্যমে রুশ এয়ারলাইন্সগুলো লিজ নেওয়া এসব বিমান দেশের অভ্যন্তরীণ রুটে পরিচালনা করতে পারবে। একইসঙ্গে রুশ সরকারের অনুমতি ছাড়া বিদেশি কোম্পানিগুলো তাদের বিমান পুনরুদ্ধার করতে পারবে না।

Comments

comments