বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ডাঃ আরমান আহমদ শিপলু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০২২ , ৭:০৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ রুবেল আহমদ, সিলেট জেলা প্রতিনিধি
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক উন্নত সুখী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাকরণ, টঙ্গীতে তাবলীগ জামাতের জন্য জায়গা নির্ধারণ সহ ইসলামী মূল্যবোধ সম্পন্ন অনেক কাজ সম্পাদিত হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেয়া, মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামের জন্য নানাবিধ কাজ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ ডিজিটাল দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে।
(১৭ মার্চ) বৃহস্পতিবার নগরীর আম্বরখানাস্থ রিয়াদুল জান্নাহ মাদ্রাসা ও এতিমখানায় সিলেটের জনপ্রিয় সামাজিক সংগঠন ক্লিন সিটির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রিয়াদুল জান্নাহ মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা সালেহ আহমদ এর সভাপতিত্বে ও ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ ক্লিন সিটির সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।