মহেশপুরে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০২২ , ৭:০১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ঝিনাইদহের মহেশপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে । মহেশপুর আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঝিনাইদহ- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা চেয়ারম্যান জনাব ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন সহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগের অফিসে জাতীয় পতাকা ও আওয়ামীলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আনন্দ র্্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ঘিরে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, নৃত্য,ও বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মহেশপুর উপজেলা প্রশাসন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে