আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:০৪
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ নবীনগরে বানর আতংক: কামড়ে আহত গর্ভবতী মহিলা সহ ৪

নবীনগরে বানর আতংক: কামড়ে আহত গর্ভবতী মহিলা সহ ৪


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০২২ , ৬:৫৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


বিপ্লব নিয়োগী তন্ময়:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বানর আতংকে আতংকিত এক গ্রামের মানুষ। বানরের কামড়ে ইতিমধ্যে ৪ জন গুরুত্বর আহত হয়ে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ঘটনাটি নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। এলাকাবাসী দৈনিক মতপ্রকাশ কে জানান-আমাদের গ্রামে মাস সাতেক আগে বানরটির আবির্ভাব ঘটে।গ্রামের ফসলাদি ও ফলফলাদি খেয়ে সাবার করছে বানরটি।এতোদিন জনমানুষের শোরগোল টের পেলে পালিয়ে গেলেও এবার চড়াও হয় মানুষের উপর।বানরের কামড়ে আহত হয় শ্রীকান্ত পাল (৪২) , তার গর্ভবতী স্ত্রী সুমী পাল (৩২),  দিয়া পাল (৭) ও অর্থী দত্ত (২)। পুরোগ্রাম জুড়ে এখন বানরের আতংক ছড়িয়ে পড়েছে।লোকজন বাইরে বের হতে ভয় পাচ্ছে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,বানরের কামড়ে আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সবাই শংকামুক্ত।

Comments

comments