আজ: ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:৩৩
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ ফেনীর সোনাগাজীতে গৃহহীনদের পুনর্বাসনের জমি ক্রয়ের চেক বিতরণ

ফেনীর সোনাগাজীতে গৃহহীনদের পুনর্বাসনের জমি ক্রয়ের চেক বিতরণ


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০২২ , ৬:১৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজীতে মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে জমি ক্রয়ের চেক বিতরণ করা হয় বুধবার বিকালে । ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য, বিআরডিবি চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাবেক চেয়ারম্যান জহিরুল আলম জহির, মফিজুর রহমান ভূঁইয়া, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা আহমেদ করিম, সোনাগাজী উপজেলা সাব রেজিস্ট্রার আকরাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান। মুজিব বর্ষে আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণ জয় গ্রামে ১২৫জন ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য পাঁচজন ভূমি মালিক থেকে প্রতিশতক ভূমি ৩৯হাজার টাকা করে ২৫৭.৪৩ শতক ক্রয় করা হয়। একই অনুষ্ঠানে জমি বিক্রেতারা জেলা প্রশাসকের হাতে উল্লেখিত জমির দলিল হস্তান্তর করেন।

Comments

comments