গোবিন্দগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০২২ , ৫:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার পোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফির নানা আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ মার্চ বৃহপতিবার বেলা ১১ টায় গোবিন্দগঞ্জ পৌরসভা হলরুমে সু-যোগ্য পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে কেক কর্তন শেষে এক আলোচনা সভা ১ নং প্যানেল মেয়র শাহিন আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন ২ নং প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার, কাউন্সিলর আনারুল ইসলাম আন্টু, ছামুছ উদ্দিন ভেলা, মোকলেছুর রহমান,কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু,পৌরসভার সচিব শরিফুল ইসলাম ডাকুয়া প্রমূখ।
এর পূর্বে পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফির নেতৃত্বে পৌরসভায় বঙ্গবন্ধুর মুরালে পৌর পরিষদের পুস্পতর্বক অর্পন এবং পৌরসভা থেকে ব্যানার সহ পৌরসভার সকল ষ্টাফ এক সাথে পৌর বন্দরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করেন। আলোচনা সভাশেষে গরীব সুস্থঅসহায় পৌর এলাকার প্রত্যেকটি হাফিজিয়া মাদ্রাসায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।