মাধবপুরে দু’ট্রাকের সংর্ঘষে নিহত ১
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৩/২০২২ , ৮:২৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নাহিদ মিয়া , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় দু’ট্রাকের সংর্ঘষে অঞ্জাত (৩০) এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার ভোররাতে এ দূর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাঈনুল ইসলাম মঈন জানান-বুধবার ভোররাতে উল্লিখিত এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাককে অপর একটি ট্রাক অভারটেক করার সময় সংর্ঘষ বাঁধে এতে ঘটনাস্থলেই অঞ্জাত (৩০) এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।
এ সংবাদ লিখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।