আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:৪৩
সর্বশেষ সংবাদ
চটগ্রাম বিভাগ, জেলা সংবাদ সীতাকুন্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন

সীতাকুন্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৩/২০২২ , ৮:২১ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


এস এম রিয়াদুল ইসলাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাড়বকুণ্ডু ইউনিয়নের নতুনপাড়া নুরমার দীঘিপাড় এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে মহিলা, শিশু ও বৃদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আমরা বাসে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

বার-আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৯টি জীবিত ছাগল ও ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। এখনো পর্যন্ত বাসের মালিক পক্ষ থেকে কেউ যোগাযোগ করেননি।

Comments

comments