স্কুল থেকে বাড়ি ফেরা হলোনা সাথীর
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৩/২০২২ , ৮:১৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,প্রধান সংবাদ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাথী রানী (৯) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় উপজেলার কাশিমপুর সানাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী রানী উপজেলার কাশিমপুর (ঋষিপাড়া) গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে। সে কুজাইল ইন্টারন্যাশলান কিডস স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাথী রাণী বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যায়। স্কুল শেষে কুজাইল থেকে টমটম যোগে বাড়ি ফেরার পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে গাড়ি থেকে নামে । এ সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যান সাথীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা সাথীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, সাথীকে ধাক্কা অটো চার্জার ভ্যান দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সাথীর পরিবার থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ইউইডি মামলা দায়েরের প্রস্ততি চলছে।