নবীনগরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৩/২০২২ , ৬:২১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


বিপ্লব নিয়োগী তন্ময়: ‘মাদকমুক্ত নবীনগর চাই’ সংগঠনের লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ফতেহপুর কে জি বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ বুধবার লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব জাকির হোসেন সাদেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোশারফ হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ ও মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপদেষ্টা জনাব আমিনুর রশিদ,মাদকমুক্ত নবীনগর চাই কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু কাউছার, ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম,লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি,ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন,ফতেহপুর বহুমুখী কে জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান কবির, মাদকমুক্ত নবীনগর চাই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।উপস্থিত ছিলেন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের প্রচার সম্পাদক কাউছার আলম,লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ,বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক মন্ডলী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু