আজ: ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:৪২
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্ৰেফতার ১

রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্ৰেফতার ১


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৩/২০২২ , ১২:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ সাকিব চৌধুরী, রংপুর মহানগর প্রতিনিধি:
রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার মাদক বিরোধী অভিযানে  ১৫-০৩-২০২২ইং রাত দুইটার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা সরকার, এসআই অনিক মাহমুদ, এসআই আলতাব হোসেন, এসআই নন্দন কুমার দাস, এসআই হাবিবুর রহমান, এসআই মোস্তফা কামাল, এএসআই দুলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর পরশুরাম থানাধীন হারাটি  বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৬০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ এনামুল হক (৩০) নামে একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা হাতিবান্ধা থানা ধিন জিগারঘাট দোলা পাড়া নামক এলাকার আমিনুর রহমান এর পুত্র এনামুল হক দীর্ঘ দিন ধরে মাদক চোরা কারবারের সাথে জড়িত আছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মেট্রোপলিটন পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments