আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১০:৩১
সর্বশেষ সংবাদ
অপরাধ গাজীপুরে চোরাই মটর সাইকেল সহ আন্তঃজেলা পেশাদার চোর আটক

গাজীপুরে চোরাই মটর সাইকেল সহ আন্তঃজেলা পেশাদার চোর আটক


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/০৩/২০২২ , ৯:৩৭ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ


মোঃ নুরুজ্জামান, শেখ গাজীপুর মহানগর প্রতিনিধি:  গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অভিযানে চোরাই যাওয়া মোটরসাইকেল ও আরও ১ টি চোরাই মোটরসাইকেল এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন চাবি সহ ৩জন আন্তঃজেলা পেশাদার মোটরসাইকেল চোর চক্রকে  আটক করেছে বাসন থানা পুলিশ ।  ১।গোপাল মালাকার (৩৫),পিতা-মৃত অনিল মালাকার সাং – বাইম হাটি,থানা – মির্জাপুর, জেলা টাংগাইল ২।মোঃ আনিছুর রহমান (৪১), পিতা-মোঃ আনোয়ার হোসেন শেখ, সাং -চর খোশকাবাড়ী, থানা- সিরাজগঞ্জ সদর,জেলা সিরাজগঞ্জ ৩। সুধীর চন্দ্র দাস (৫৭) পিতা-মৃত রসিক চন্দ্র দাস, সাং – করটিয়া,থানা- নাগপুর, জেলা টাংগাইলদেরকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা সহ অন্যান্য মামলা চলমান।

Comments

comments