আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:১০
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ রংপুরে বিজ্ঞান মেলা ২০২২ এর শুভ উদ্বোধন

রংপুরে বিজ্ঞান মেলা ২০২২ এর শুভ উদ্বোধন


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/০৩/২০২২ , ৯:০২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ সাকিব চৌধুরী, রংপুর মহানগর প্রতিনিধি:

বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুনদের মধ্যে আগ্রহ সৃষ্টি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন রংপুর এর আয়োজনে বিজ্ঞান মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান  ১৪ মার্চ ২০২২ টাউন হল চত্বরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা। রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মো: আসিব আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ, রংপুর এর অধ্যক্ষ ড. মো: আমজাদ হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ কামরুজ্জামান। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিগণ।

উল্লেখ্য, বিজ্ঞান মেলা ২০২২ এর মূল প্রতিপাদ্য “স্মার্ট ফোনে আসক্তি: পড়াশুনার ক্ষতি”। দুই দিন ব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠান  ১৫ মার্চ ২০২২ বিকাল ০৪.০০ টায় টাউন হল চত্বর, রংপুর এ অনুষ্ঠিত হবে।

Comments

comments