শেরপুরে ড্রাম ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/০৩/২০২২ , ৮:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মনিরুজ্জামান মনির , শেরপুর জেলা প্রতিনিধি: শেরপরে ড্রাম ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নুরুল ইসলাম (৪৫)নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।১৩মার্চ দিবাগত রাত ৪ টায় শেরপুর জেলা শহরের এতিমখানা মোড়ে ঘটনাটি ঘটেছে। নিহত নুরুল ইসলাম সদরের পাকুরিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মুত মত শেখের ছেলে।
স্থানীয় ভাবে জানা যায়, গত রাত ৪ টার দিকে শহরেরর কাজ শেষ করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে এতিমখানা মোড়ে আসা মাত্রই বিপরীত দিক হতে আসা ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হয় এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়, সাথে সাথে এলাকাবাসী আহত নুরুল ইসলামকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
এঘটনায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবীর সুমন জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল,পরীক্ষা নিরীক্ষার পর ডাঃ মৃত বলে নিশ্চিত করেন ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহম্মেদ বলেন,লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রয়েছে ।ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।