বিজয়নগরে মার্চ মাসে বিভিন্ন দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/০৩/২০২২ , ৫:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ্ , বিজয়নগর উপজেলা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিজয়নগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টায় বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাছুম, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ।
আয়োজিত দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভায় সরকারি নির্দেশনা মেনে যথাযথ মর্যাদায় দিবস গুলো পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।