নবীনগরে এমপি এবাদুল করিমের পক্ষ থেকে ‘শিক্ষকের ডায়েরি’ প্রদান অনুষ্ঠান
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/০৩/২০২২ , ৪:১৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের এবাদুল করিম বুলবুল এমপির পক্ষ থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মাঝে পর্যায়ক্রমিক ৩ হাজার ডায়েরি বিতরণ কর্মসূচির শেষ দিনে রবিবার(১৩ মার্চ) নবীনগর পৌরসভার আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষকদের মাঝে ডায়েরি বিতরণ করা হয়।
আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল, সহাকারী শিক্ষা কর্মকর্তা কাইউম ভূঁইয়া, শিউলি কর, মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান,টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম আজাদ।
পরে, উপজেলার বাঙ্গরা,থানারকান্দি ও ইব্রাহিমপুর ক্লাস্টারের সকল শিক্ষকদের হাতে মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপির উপহার “শিক্ষকের ডায়েরি ” তুলে দেওয়া হয়।