নীলফামারীতে মোটর সাইকেলেই কেড়ে নিলো দম্পত্তির প্রাণ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৩/০৩/২০২২ , ৯:২৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেডের দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। রবিবার (১৩ মার্চ) সকাল সাতটার দিকে সদর উপজেলার নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ এলাকার ঘিরেন রায়ের ছেলে স্বপন রায়(২৮) ও স্বপনের স্ত্রী সুমি রানী(২৩)। আহত অপরজন হলেন স্বপনের ছোট ভাই সুকুমার রায় রতন(২৬)। নিহত দম্পত্তি উত্তরা ইপিজেডের খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সনিক লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতো।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেডের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম জানান, এক মোটরসাইকেলে তারা উত্তরা ইপিডেজ আসছিলো। এমন কাজীরহাট এলাকায় একটি ট্রাকের(কুষ্টিয়া ট-১১-২২৭৫) সাথে ধাক্কা লাগলে ট্রাকের চাপায় পিষ্ট হন তারা। এ সময় ঘটনাস্থলে তারা মারা যান ওই দুইজন। এছাড়া আহত অপরজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের প্রতিবেশী মানস রায় জানান, তারা প্রতিদিনই বাই সাইকেল যোগে উত্তরা ইপিজেডে আসতো, আজ দেরি হওয়ায় ছোট ভাইয়ের মোটরসাইকেলে রওনা হয়। এরই মধ্যে খবর আসে মৃত্যুর। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে পলাতক রয়েছে চালক ও তার সহযোগী।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।