গাজীপুরে তিন ছিনতাইকারী আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৩/০৩/২০২২ , ৬:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মেট্রোলিটন পুলিশের পূবাইল থানার অভিযানে পূবাইল থানাধীন মেঘডুবি হতে মাজুখানগামী রাস্তার মাঝামাঝি মৃধাবাড়ী রোড চুন ফ্যাক্টরীর সামনে তিন রাস্তার মোড় থেকে ছিনতাই করার অপরাধে আসামী ১। মোঃ কাউসার (২২), ২। মোঃ সুজন মিয়া (২০) এবং ৩। মোঃ আপন ইসলাম (১৯) দের গ্রেফতারপূর্বক উক্ত আসামীদের হেফজাত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি ধারালো রামদা ও ১টি চাকু এবং ২টি টাচ মোবাইল এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে পূবাইল থানায় পৃথক পৃথক ২টি মামলা রুজু হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।