আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:২৮
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ কমলনগরে মোটরসাইকেল চাপায় প্রধান শিক্ষকের মৃত্যু

কমলনগরে মোটরসাইকেল চাপায় প্রধান শিক্ষকের মৃত্যু


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৩/০৩/২০২২ , ৬:২৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোহাম্মদ ইব্রাহিম:লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল চাপায় কামাল হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে আহতাবস্থায় ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে হাজিরহাট মিল্লাত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী আসিফকে মূমুর্ষাবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কবরস্থান এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক আসা দ্রুতগতির মোটরসাইকেল সাবেক প্রধান শিক্ষক কামাল হোসেনকে চাপা দেয়। এতে কামাল হোসেন ও মোটরসাইকেল আরোহী আসিফ মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে দু’জনকে উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরণ করে। পরে পথিমধ্যে কামাল হোসেনের মৃত্যু হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চত করেছেন।

Comments

comments