নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে নিহত ২
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১২/০৩/২০২২ , ১১:৪৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় শনিবার দেয়াল ধসে এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। দুপুর আড়াইটার দিকে ছোটবনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সিরাজুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, প্রায় ১৭ জন শ্রমিক একটি নির্মাণাধীন বহুতল ভবনের আরসিসি পিলার নির্মাণ করছিলেন, এমন সময় হঠাৎ দেয়ালটি তাদের ওপর ধসে পড়ে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, যে স্থানে দেয়াল ধসে পড়েছিল সেখানে নয়জন কাজ করছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
উদ্ধারকারী দল আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সিরাজুল মারা যান।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।