ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় আতশবাজিসহ আটক ২
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১২/০৩/২০২২ , ৯:৫৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ্- বিজয়নগর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় আতশবাজিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার চানপুর গ্রামের মৃত আব্দুল্লা মৃধার ছেলে মো. সালাহ উদ্দিন মৃধা (৩৯) ও জেলার পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার মৃত তোতা মিয়ার ছেলে ফারুক মিয়া (৪২)।
পুলিশ জানায়, আজ শনিবার ভোরে উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ রাত্রিকালীন ডিউটি করার সময় পাহাড়পুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এসময় একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৩১ কার্টন ও ১৬টি প্লাস্টিক বস্তা ভর্তি ভারতীয় আতশবাজি গাড়িসহ জব্দ করে। এসময় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, ভারতীয় আতশবাজিসহ তাদের আটক করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।