দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের লিফলেট বিতরণ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১২/০৩/২০২২ , ৯:৫১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ফেনী জেলা প্রতিনিধি:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অনুযায়ী ফেনীতে লিফলেট বিতরণ করেছে ফেনী জেলা ছাত্রদল।
শনিবার(১২মার্চ) বিকেলে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে পথচারী,ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মাঝে এই লিফলেট বিতরণ করেছে বিএনপির ছাত্র সংগঠনটি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্বাস পাটোয়ারী,যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদার,সাইফুল ইসলাম জিকু,আহমেদুল হক খোকন,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন,ধর্ম সম্পাদক রিয়াদ মজুমদার,পৌর ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম পাভেল,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব নজরুল ইসলাম সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।
লিফলেট বিতরণ শেষে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ এর সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।