বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ ব্রিটিশ কারিকুলামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১২/০৩/২০২২ , ১১:৪০ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ


সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজী মাধ্যমে বৃটিশ কারিকুলামে পরিচালিত) এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন।
জেদ্দা মহানগরীর উৎকণ্ঠে সুউচ্চ পাহাড় আর মরুভূমি বেষ্টিত একটি মনোরম অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
গত ১১ই জুন শুক্রবার সকাল থেকে অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে জুমার নামাজের পর পর খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলাধুলা সহ অবিভাবক দের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় আলোচনা সভা, স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এরপর খেলাধুলায় বিজয়ী দের পুরস্কার, লটারি বিজয়ী দের পুরস্কার প্রদান করেন কনসাল জেনারেল ও স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ ।
এছাড়া কনস্যুলেটের পদস্থ কর্তা, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পর্ষদ সদস্য ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম মিজানুর রহমানসহ বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ও আয়োজনে উপস্থিত ছিলেন।
প্রবাসে নানা সীমাবদ্ধতার মাঝে বেড়ে উঠা সন্তানদের মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন অভিভাবকরা।