মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১২/০৩/২০২২ , ৮:২৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিষিদ্ধ গাঁজা সহ সুমন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ভার্থখলা গ্রামের ইস্কন্দার আলী’র ছেলে।
সুত্রে জানা যায়, শুক্রবার (১১ মার্চ) রাতে দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ স্কুলের নিকট অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন , মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।