আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:৫৬
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রংপুর বিভাগ গঙ্গাচড়ায় গ্রামীণ নারীদের ব্লক ও বাটিক প্রশিক্ষণের সমাপ্ত

গঙ্গাচড়ায় গ্রামীণ নারীদের ব্লক ও বাটিক প্রশিক্ষণের সমাপ্ত


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১২/০৩/২০২২ , ৮:১৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়, উপজেলা পরিষদের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে দশ দিনের গ্রামীণ নারীদের ব্লক ও বাটিক বিষয়ক দশ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গতকাল শনিবার উপজেলা বি আর ডি বি হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, জাইকার প্রতিনিধি নাহিদা সুলতানা, প্রশিক্ষক ফাতেমা-তুজ-জোহরা। প্রশিক্ষণের কোর্স কোঅরডিনেটের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান। প্রশিক্ষণে স্থানীয় ১৬ জন গ্রামীণ নারী অংশ গ্রহন করে।

Comments

comments