আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৪৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ২ বন্ধুর

মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ২ বন্ধুর


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১২/০৩/২০২২ , ৭:২৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


দেবব্রত মন্ডল, মনিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাওন হোসেন (২২) ও ইমরান হোসেন (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আসিফ হোসেন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার রাজগঞ্জ-যশোর সড়কের খেদাপাড়া তেতলের মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাওন মণিরামপুর উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে। ইমরান একই এলাকার মৃত কাসেম আলীর ছেলে। গুরুতর আহত আসিফের বাড়ি একই উপজেলার ডুমুরখালী গ্রামে। তবে তার বাবার নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছেন, শুক্রবার রাতে আসিফ মোটরসাইকেলে তার দুই বন্ধু শাওন আর ইমরানকে নিয়ে তার বোনের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে খেদাপাড়া তেতলের মোড় ঘুরতে যেয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই ইমরান ও শাওনের মৃত্যু হয়। আর মোটরসাইকেল চালক আসিফ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি ও মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

comments