তেঁতুলিয়ায় রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৩/২০২২ , ১০:০০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ মিজানুর রহমান মিন্টু,তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি:
শুক্রবার (১১ মার্চ) তেঁতুলিয়া উপজেলায় রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় ১ আলহাজ্ব জনাব মোঃ মজাহারুল হক প্রধান, আরো উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ কাজী মাহমুদুর রহমান ডাবলু ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ ইয়াছিন আলী মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহি অফিসার সোহাগ চন্দ্র সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩নং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাসুদ করিম সিদ্দিকীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন মূলক কাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে সব রকমের পদক্ষেপ হাতে নিয়েছেন । এরইমধ্যে অনেক রাস্তার কাজ শেষ পর্যায়ে এবং নতুন করে আবার রাস্তার কাজ ধরা হচ্ছে । একটি রাস্তাও আর কাঁচা রাস্তা থাকবে না ,এটাই হলো জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।
সবশেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।