টঙ্গীতে চেরাগ আলী এলাকায় ৫২টি সি.সি. ক্যামেরার উদ্বোধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৩/২০২২ , ৯:১১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ নুরুজ্জামান শেখ: গাজীপুরের টঙ্গীতে চেরাগ আলী ট্রাকস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় ৫২টি সি.সি. ক্যামেরার উদ্বোধন করা হয়।
গাজীপুর মহানগর এলাকার অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে গুরুত্বপূর্ণ সব এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে অপরাধ দমনে সিসি ক্যামেরা স্থাপনের কোন বিকল্প নাই। সিসি ক্যামেরার মাধ্যমে উদঘাটন করে অনেক আসামীকে ধরে শাস্তির আওতায় আনা সম্ভব হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব বরকতুল্লাহ খান বিপিএম, অপরাধ বিভাগ দক্ষিণের ডেপুটি পুলিশ কমিশনার জনাব ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ হাসিবুল আলম, সহকারী পুলিশ কমিশনার জনাব পীযূষ কুমার দে, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ্ আলম।এসময় আরো উপস্থিত ছিলেন চেরাগালি ট্রাকস্ট্যান্ড এর নেতৃবৃন্দগণ।