শিবগঞ্জে আম সম্মেলন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৩/২০২২ , ১০:০৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম সম্মেলন ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক ও আম ব্যবসায়ী ইসমাইল খান শামীম।
সভায় আম রপ্তানী ও বাজারজাতকরণ, নায্যমূল্য প্রাপ্তি, ব্রান্ডিং, আমের বিকল্প পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সহ পর্যটকদের আমের প্রকৃত সবদিক তুলে ধরার জন্য কানসাট রাজারবাগানে নির্মিত বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে আগামী ২৮ ও ২৯ মার্চ আম সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে আম সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা, আমস্বত্ব ও আঁচার উদ্যোক্তাসহ গণমাধ্যমকর্মী সহ এনজিও ফোরাম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।