আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:০৩
সর্বশেষ সংবাদ
অপরাধ, জেলা সংবাদ সীতাকুণ্ডে ইয়াবাসহ ২ তরুণী আটক

সীতাকুণ্ডে ইয়াবাসহ ২ তরুণী আটক


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৩/২০২২ , ৯:৩৪ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ


এস এম রিয়াদুল ইসলাম:   চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২৪০০ পিস ইয়াবাসহ দুই যুবতীকে আটক করেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভাস্থল পশ্চিম পাশে বাস কাউন্টারের সামনে একটি ঢাকামুখী যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ইয়াবা কারবারি তরুণীরা হলেন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বাবুল দাশের মেয়ে শারমিন আক্তার রূপা দাশ (২৭), জামালপুর জেলার ইসলামপুর থানার ভেনাচর এলাকার আবুল কালামের মেয়ে মঞ্জুরা (২৫)।

সীতাকুণ্ড থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভাস্থল বাস কাউন্টারের সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই মাদক কারবারি মহিলাকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। গতকাল তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Comments

comments