মাদারীপুরে শিক্ষার্থীদের উৎসাহ দিতে মাদ্রাসার নবীনবরণ অনুষ্ঠানে কে,এম,শাখাওয়াত মুন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৩/২০২২ , ৯:০৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ইব্রাহিম সবুজ, স্টাফ রিপোর্টার (মাদারীপুর):
মাদারীপুরের কালকিনি উপজেলার ডিক্রিরচর ফাজিল মাদ্রাসায় নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ জনাব এনামুল হকের সভাপতিত্বে মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও সভাপতি কালকিনি ডিক্রিরচর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জনাব কে,এম,শাখাওয়াত মুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহফুজুর রহমান, রমজানপুর ইউপি চেয়ারম্যান বি,এম,মিল্টন ইব্রাহিম, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ ও শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা। নবীন ছাত্র ছাত্রীদের বরণ করেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জনাব কে, এম, শাখাওয়াত মুন। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষক হরেকৃষ্ণ মন্ডল স্যারকে ক্রেস্ট, পুরস্কার দেওয়া হয়। পরিশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।