আদর্শ রাষ্ট্র গঠণের জন্য প্রয়োজন আদর্শ যুব সমাজ : ফেনীতে পীর সাহেব চরমোনাই
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৩/২০২২ , ৬:১৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,প্রধান সংবাদ


ফেনী জেলা প্রতিনিধি:
৯ মার্চ বুধবার বিকেল ৩টা থেকে শহরের একাডেমি রোডস্থ নিউ প্রিন্স কনভেনশন হলে “যুব সমাজের উন্নয়ন ও ইনসাফ পূর্ণ সমাজ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার উদ্যোগে আয়োজিত আজকের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ৷
জেলা সভাপতি মুফতী সালাহুদ্দীন আইয়ুবী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আহমদ ইউসুফ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকরা দেশের ভবিষ্যৎ ৷ আদর্শ যুবদের মাধ্যেই আদর্শ রাষ্ট্র গঠণ করা সম্ভব ৷ কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বর্তমানে ২১ বছরের যুবকদের মদ পানের অধিকার দেয়া হচ্ছে ৷ যে এলাকায় ১০০ জন মদ সেবনকারী থাকবে সেখানে মদের বার খোলার অনুমতি দেয়া হচ্ছে ৷ আমরা এটাকে দেশের যুব সমাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করি ৷ তাছাড়া সুপরিকল্পিত ভাবে ইসলমী শিক্ষাকে সংকোচন করে শিক্ষার্থীদের কে ধর্মহীনতার দিকে ঠেলে দেয়ার পায়তারা চলছে ৷
তিনি যুব সমাজকে এসব ষড়যন্ত্রে বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে-দ্রব্যমূল্যের উর্ধগতি ও মদের আইন পাশের পরতিবাদে-আগামী ৩১ মার্চ ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আহবানে অনুষ্ঠিতব্য জাতীয় মহা সমাবেশে অংশ গ্রহণের আহবান জানান ৷
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী ৷ বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা)এইচ এম কাওছার বাঙ্গালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার মুহতারাম সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম সাহেব,সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা উপদেষ্টা মাওলানা নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল মোমিন। তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সহ সভাপতি মাওলানা এমরান সুলতানি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরী, সাংগঠনিক সাইফুল্লাহ আল শামিম,
দপ্তর সম্পাদক মাওলানা ইয়াকুব,অর্থ সম্পাদক মুফতি জিয়াউর রহমান ফারুকী, প্রচার সম্পাদক মাওলানা আবদুল হালীম,দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস, যুব কল্যাণ সম্পাদক মাওলানা কুতুবউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা নাজমুল হুদা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা একরামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিনসহ প্রমূখ নেতৃবৃন্দ ৷