আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:২৭
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক রাশিয়া শিশু হাসপাতাল গুঁড়িয়ে দিলো এবার ইউক্রেনের

রাশিয়া শিশু হাসপাতাল গুঁড়িয়ে দিলো এবার ইউক্রেনের


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১০/০৩/২০২২ , ৬:১২ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মারিওপোল শহরে বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে একটি শিশু হাসপাতাল।

বুধবার (৯ মার্চ) এক ফেসবুক বিবৃতিতে সিটি কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটির ম্যাটার্নিটি, শিশু ও থেরাপি ওয়ার্ডের ওপর বেশ কয়েকটি বোমা ফেলা হয়েছে। এতে হাসপাতালটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। বোমা হামলার জন্য রাশিয়ান সেনাবাহিনীকে দায়ী করেছে ইউক্রেনিয় কর্তৃপক্ষ।

 

মারিওপোলের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো বিধ্বস্ত হাসপাতালের কয়েকটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। এ হামলার মাধ্যমে রাশিয়া মানবতার সীমা অতিক্রম করে গেছে বলে মন্তব্য করেন তিনি।

এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে বাচ্চারা চাপা পড়ে আছে। আর কতক্ষণ বিশ্ববাসী সন্ত্রাসকে উপেক্ষা করে এতে সহযোগী হবে?’

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, নিরাপত্তাহীন মানুষের ওপর হামলা করার চেয়ে জঘন্য কাজ আর খুব বেশি নেই। ইউক্রেনকে বিমান হামলার হাত থেকে রক্ষা করার জন্য আরও সহায়তার পথ খোঁজার আশ্বাস দেন তিনি।

Comments

comments