পলাশের ডাংগায় অবৈধ ইটভাটায় অভিযান ৫ লক্ষ টাকা জরিমানা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৩/২০২২ , ১১:৫৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃনাজমুল হক মণি: নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার ( ৯ই মার্চ ) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।
এসময় মেসার্স ফারুক ট্রেডার্সের মালিকানাধীন ইটভাটার লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকাসহ পরিবেশগত ঝুঁকি সৃষ্টির দায়ে ভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি এই ইটভাটাকে ভেঙে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন নরসিংদী পরিবেশ অধিদপ্তর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার জানান, মেসার্স ফারুক ট্রেডার্স লাইসেন্সবিহীন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও জানান, নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় যারা লাইসেন্স ছাড়া ইটভাটার ব্যবসা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রম আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।